গলাচিপা ২ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন

গলাচিপা ২ দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন

নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী)সংবাদদাতা
“উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা পয্র্ােয় ২ দিন ব্যাপী আয়কর মেলা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় গলাচিপা অফিসার্স ক্লাবে আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে বরিশাল অঞ্চল এর যুগ্ম কর কমিশনার মো: লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু: সামসুজ্জামান লিকন।বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, বনিক সমিতির আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী হাজী মু: শাহজাহান মিয়া, সার্কেল-১৯ এর সহকারী কর কমিশনার মোসা: জেসমিন আক্তার, পৌর মেয়র প্রতিনিধি বাবু সুশীল কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি মু: সামসুজ্জামান লিকন বলেন, দেশের উন্নয়নে এবং সমৃদ্ধিতে আয়কর প্রদান করা একটি নৈতিক কর্তব্য। তিনি দেশের রাজস্ব উন্নয়নে সকলকে আয়কর প্রদান করে দেশেকে সমৃদ্ধ করার লক্ষে সকলের প্রতি আহŸান জানান। অনুষ্ঠানে গলাচিপা, দশমিনা ও রাঙ্গাবালী উপজেলার ব্যবসায়ী, চাকরীজীবী ও সুধীবৃন্দ উপ¯ি’ত ছিলেন। কর মেলায় কর দাতাদের জন্য ই.টি.আই.এন রেজিস্ট্রেশন এবং পুরাতন করদাতাদের জন্য টি.ই.আই.এন এর রি-রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন ফরম এবং সিটিজেন চার্টার সরবরাহ, হেল্প ডেক্স এর মাধ্যমে করদাতাগণকে প্রয়োজনীয় সহায়তা প্রদান, অধিক্ষেত্র অনুযায়ী আয়কর রিটার্ন জমা দানে সহায়তা, ই-পেমেন্ট এর মাধ্যমে আয়কর প্রদানের সুবিধা ও মেলা প্রাঙ্গনে সোনালী ব্যাংক এর অ¯’ায়ী বুথের মাধ্যমে আয়করের টাকা পরিশোধ করার জন্য মেলায় সু-ব্যব¯’া করা হয়েছে।